<p>পাশাপাশি শায়িত হবেন সৈয়দ কাউছার ও তাঁর পরিবারের আরো চার সদস্য। এ জন্য বাড়িতে এনে রাখা হয়েছে খাটিয়া। পাশেই খোঁড়া হচ্ছে কবর। এখন অপেক্ষা লাশের।<br />   <br /> রাজধানীর বেইলী রোডে অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের সৈয়দ মোবারক হোসেন কাউছারের পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহগুলো নিয়ে বাড়ির উদ্দেশে দুপুরে রাজধানী থেকে অ্যাম্বুল্যান্সযোগে রওনা দিয়েছেন।</p> <p>নিহতরা হলেন— জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), সৈয়দ কাউসার, তাঁর স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭), নূর (১৩), ছেলে আব্দুল্লাহ (৭)। তাঁরা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।</p> <p>নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন জানান, মাত্র দেড় মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন সৈয়দ মোবারক হোসেন কাউসার। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি। সেখানে অগ্নিদগ্ধ হয়ে সৈয়দ কাউসার, তাঁর স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হয়। </p> <p>তিনি জানান, বাদ আসর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গোরস্তানে একই সারিতে পাঁচজনের জন্যে কবর খোঁড়া হচ্ছে। বাড়িতে নিয়ে আসা হয়েছে পাঁচটি খাটিয়া।</p> <p>কবর খুঁড়তে থাকা সাত্তার নামে এক ব্যক্তি বলেন, ‘একসাথে খেতে বসেছিলেন তাঁরা। একসাথেই মারা গেলেন। শোকের আর রইল না কেউ। এমন মৃত্যু আর দেখিনি।’</p>