<article> <p style="text-align: justify;">খাগড়াছড়িতে টমেটোগাছে ছত্রাকজনিত রোগ মহামারি আকারে দেখা দিয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে জমির চাষ করা টমেটোগাছ মরে যাচ্ছে। পরিপক্ব হওয়ার আগেই পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে টমেটো। এতে ফলন বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।</p> </article> <article> <p style="text-align: justify;">অতিরিক্ত শীত ও কুয়াশার কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করছেন কৃষিবিদরা। বিশেষ করে জেলা সদরের গঞ্জপাড়া, কমলছড়িসহ অন্যান্য উপজেলার কয়েকটি এলাকায় এই রোগে টমেটোগাছ মরে যাওয়ায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। এই রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে একাধিকবার বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করেও প্রতিরোধ করা যাচ্ছে না। রোগ দেখা দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই গাছ মরে টমেটোগুলো কালচে হয়ে পচে যাচ্ছে।</p> </article> <article> <p style="text-align: justify;">খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কিশোর কুমার মজুমদার জানিয়েছেন, শৈত্যপ্রবাহের কারণে টমেটোতে ছত্রাকজনিত লেট ব্লাইট রোগ দেখা দিয়েছে।</p> </article>