<article> <p style="text-align: justify;">চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় ক্লিপ ভেঙে যাওয়ায় ১৪টি বগি রেখেই দুই কিলোমিটার চলে গেল মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। ওই বগিগুলো প্রায় সাড়ে তিন ঘণ্টা আটকে থাকে সেখানে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল বুধবার দুপুরে উপজেলার ইয়াকুবনগরে এ ঘটনা ঘটে।</p> </article> <article> <p style="text-align: justify;">জানা গেছে, দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর এলাকা অতিক্রম করার সময় বিকট শব্দে ইঞ্জিনের ক্লিপ ভেঙে ১৪টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু ইঞ্জিনটি চলতে চলতে প্রায় দুই কিলোমিটার চলে যায়। ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।</p> <p style="text-align: justify;">সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহানগর এক্সপ্রেসের ইঞ্জিন বগির ক্লিপ ভেঙে গেলে ১৪টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।</p> </article> <article> <p style="text-align: justify;">ইঞ্জিনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। পরে চট্টগ্রাম স্টেশন থেকে একটি ইঞ্জিন এনে বিচ্ছিন্ন হওয়া বগিগুলোর সঙ্গে সংযোজন করলে ফের ঢাকার উদ্দেশে রওনা দেয়। এতে কেউ হতাহত হয়নি। বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।</p> </article>