<p>বরিশালে বিএনপির কর্মসূচি পালনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় পুলিশ। তাদের মারমুখী অবস্থানের কারণে আজ মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিল করতে পারেননি বিএনপি নেতাকর্মীরা।</p> <p>আজ মঙ্গলবার সকালে কার্যালয়ের অদূরে মিছিলের চেষ্টা করলে পুলিশ তা ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টন ও ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে বিএম কলেজ এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে ঝটিকা মিছিল করেছে।</p> <p>মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন জানান, সকালে দলীয় কার্যালয় চত্বর থেকে কালো পতাকা মিছিল বের করার কর্মসূচি ছিল। পুলিশের মারমুখী অবস্থানের কারনে তারা দলীয় কার্যালয়ে যাননি। দুপুর আড়াইটার দিকে ঝটিকা মিছিল বিএম কলেজের সামনে নথুল্লাবাদ পর্যন্ত ঝটিকা মিছিল করা হয়।</p> <p>মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুর রহমান বলেন, ‘সন্ত্রাস ও নাশকতা রোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ নগরীতে তৎপরতা চালাচ্ছে। বিএনপির কর্মসূচির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’</p> <p>দুজনকে গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আগের মামলায় পলাতক আসামি ছিলেন।’</p>