<p>শেরপুরে সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের শালচুড়া এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। গাজীরখামার ইউপি চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম এ তথ্য নিশ্চিতে করেছেন। </p> <p>আহতদের মধ্যে রোকেয়া বেগম ও বারেক আলী নামে দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। </p> <p>গাজীরখামার ইউপি চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম জানান, সোমবার সকালে সদরের শালচূড়া গ্রামে একটি কালো রঙের পাগলা কুকুর গ্রামের ক্ষেতখামার ও রাস্তায় চলাচলরত বিভিন্ন নারী ও পুরুষকে কামড়ে আহত করে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে জরুরি ওয়ার্ডে ড্রেসিং করে তাদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়।</p> <p>হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা. জসিম উদ্দিন জানান, কুকুরের কামড়ের ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কুকুরের কামড়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।</p>