<p style="text-align: justify;">ময়মনসিংহের গফরগাঁওয়ে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সায়েম আকন্দ (২১) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। শনিবার সকালে গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল-গন্ডগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। </p> <p style="text-align: justify;">নিহত সায়েম উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের হেলাল উদ্দিন আকন্দের ছেলে এবং পৌর শহরের হাবিব বিন জায়েদ তালিমুল কোরআন মাদরাসার (শহরেকেফায়া) শিক্ষার্থী ছিলেন। তিনি ভারইল মধ্যপাড়া জামে মসজিদে ইমামতি করতেন।</p> <p style="text-align: justify;">স্থানীয়রা জানায়, শনিবার সকালে সায়েম আকন্দ মোটরসাইকেলযোগে গফরগাঁও পৌর শহরে যাচ্ছিলেন। এ সময় গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল-গন্ডগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সায়েম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align: justify;">কর্তব্যরত চিকিৎসক ফারহানা ফারুক বৃষ্টি জানান, হাসপাতালে আনার আগেই সায়েমের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। </p> <p style="text-align: justify;">গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p>