<p>নওগাঁর সদর উপজেলার চাল ব্যবসায়ী ফরিদ দেওয়ানের মেসার্স দেওয়ান ট্রেডার্সের গোডাউন থেকে ৩০৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত ৯টায় এই চাল উদ্ধার করা হয়। এর আগে একই গোডাউন থেকে গত শুক্রবার বগুড়ার আদমদীঘির সান্তাহারে তিনটি অটোমেটিক রাইস মিলের চুরি যাওয়া ৬৬ টন চাল উদ্ধার করা হয়।</p> <p>জানা গেছে, গত ৮ জানুয়ারি উপজেলার সান্তাহার কলাবাগান এলাকা থেকে মেসার্স বুশরা, সালমান ও বৈশাখী অটো রাইস মিলসের ৬৬ টন চাল ঢাকার বিভিন্ন কম্পানিতে চারটি ট্রাকযোগে পাঠানো হয়। কিন্তু ওই চাল কম্পানিগুলোতে না পৌঁছলে রাইস মিলের পক্ষ থেকে থানায় পৃথক তিনটি মামলা করা হয়।</p> <p>পুলিশ শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার চাল ব্যবসায়ী ফরিদ দেওয়ানের মেসার্স দেওয়ান ট্রেডার্সের গোডাউনে এবং দুপচাঁচিয়ার করিম ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে চুরি যাওয়া চাল ও দুটি ট্রাক উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করে। </p> <p>সেই সূত্র ধরে রবিবার রাতে দিনাজপুরের চিরিরবন্দরের একটি সরকারি গোডাউন থেকে চুরি যাওয়া চাল উদ্ধার করতে একই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আরো ৩০৭ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।</p> <p>আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, আনিছুর রহমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।</p>