<p>চাঁপাইনবাবগঞ্জের সদর ও গোমস্তাপুর উপজেলা থেকে তাজেমুল হক তাজু (৪৫) নামে এক কৃষক ও গোমস্তাপুর উপজেলা থেকে নিশি রানী (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।</p> <p>তাজেমুল সদর উপজেলার শিমুলতলা বালুচর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং নিশি গোমস্তাপুরের বাজারপাড়া এলাকার প্রসেনজিত সরকারের স্ত্রী।</p> <p>সদর থানার উপ পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে নিজ শয়নকক্ষের ছাদের তীরের সঙ্গে গলায় রশিতে ফাঁস দেন তাজেমুল। এ সময় বাড়িতে তিনি একা ছিলেন। পরে সকাল সাড়ে ১০টায় পরিববারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ভেতর থেকে আটকানো দরজা ভেঙে তাজেমুলের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, তাঁর সন্তান মারা যাবার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তাজেমুল। মানসিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন’।</p> <p>এদিকে গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যে পুলিশ হাসপাতাল থেকে নিশি’র মরদেহ উদ্ধার করে। নিশি সোমবার সকাল ১০টার দিকে স্বামীগৃহে নিজ শয়নকক্ষের ছাদের তীরের সাথে গলায় রশির ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ভেতর থেকে আটকানো দরজা খুলে নিশিকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসক নিশিকে মৃত ঘোষণা করেন’। পুলিশের ধারণা, সাংসারিক কলহের জেরে নিশি আত্মহত্যা করে থাকতে পারেন।</p> <p>তিনি আরো বলেন, ‘উভয় ঘটনায় সংশ্লিস্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে’।</p>