<p style="text-align: justify;">একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারেন সেটা দেখাতে চান হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।</p> <p style="text-align: justify;">ব্যারিস্টার সুমন বলেন, ‘আগামী সপ্তাহে বাড়ি গিয়ে প্রথমে একটা পুরান নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হবে কাজ। তারপর অন্য পরিবর্তনগুলো আমি সমাধান করব। আমার পুরো সময়টাই (পাঁচ বছর) চমকের ওপর থাকবে। এটা আমি দেখাব যে একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে।’</p> <p style="text-align: justify;">ফুটবল প্রসঙ্গে এই নতুন সংসদ সদস্য বলেন, ‘আমার চুনারুঘাট-মাধবপুর এলাকায় ছোট ছোট প্রায় ১০০ ফুটবল মাঠ বানাতে চাই। ফুটবল খেলাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ও সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই। কারণ বাচ্চাদের ফুটবল মাঠে নিয়ে না গেলে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারবেন না। এ জন্য ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাফুফেকে যতটুকু প্রেসারে রাখা যায় ততটুকুই প্রেসারে রাখতে চাই।’</p> <p style="text-align: justify;"><span style="color:#c0392b;"><strong><span style="font-size:22px;">আরো পড়ুন: </span></strong></span></p> <div style="background:#eeeeee;border:1px solid #cccccc;padding:5px 10px;"> <ul> <li style="text-align: justify;"> <h2><a href="https://www.kalerkantho.com/online/country-news/2024/01/04/1351880" target="_blank"><span style="font-size:22px;"><strong>ব্যারিস্টার সুমনের সমাবেশ যেন জনসমুদ্র</strong></span></a></h2> </li> <li style="text-align: justify;"> <h2><a href="https://www.kalerkantho.com/online/country-news/2024/01/07/1352872" target="_blank"><span style="font-size:22px;"><strong>ইতিহাস সৃষ্টি করতে চলেছেন ব্যারিস্টার সুমন</strong></span></a></h2> </li> <li style="text-align: justify;"> <h2><a href="https://www.kalerkantho.com/online/country-news/2024/01/07/1352920" target="_blank"><span style="font-size:22px;"><strong>ব্যারিস্টার সুমনের ‘ঈগলে’ ডুবল বিমান প্রতিমন্ত্রীর ‘নৌকা’</strong></span></a></h2> </li> <li style="text-align: justify;"> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/10/1353692" target="_blank"><span style="font-size:22px;"><strong>নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে কথা বলব : ব্যারিস্টার সুমন</strong></span></a></h2> </li> </ul> </div> <p style="text-align: justify;">সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ব্যারিস্টার সুমন আরো বলেন, ‘গতকাল এমপি হিসেবে শপথ গ্রহণ করে আজকে সকালে চলে আসছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলে শ্রদ্ধা জানাতে। কারণ বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে নিজেকে সব সময় দাবি করে বলি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এ জন্য উনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই।’</p> <p style="text-align: justify;">এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।</p> <p style="text-align: justify;">উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটে হারিয়ে নির্বাচিত হন তিনি।</p>