<p>ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। একই সঙ্গে তিনি মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো মন্ত্রী হতে যাচ্ছেন তিনি।</p> <p>দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা মনে করছেন আনিসুল হক আবারো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। বিগত সময়ে তিনি বেশ বিচক্ষণতার সঙ্গে মন্ত্রণালয়টির দায়িত্ব পালন করায় তারা এ নিয়ে আশাবাদী।</p> <p>এদিকে আবারও মন্ত্রী হওয়ার খবরে আনিসুল হকের নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ায় আনন্দের বন্যা বইছে। আনিসুল হককে তৃতীয়বারের মতো মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।</p> <p>আনিসুল হক ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের ইতিহাসে টানা দুই মেয়াদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী একমাত্র ব্যক্তিও তিনি। আনিসুল হকের বাবা উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, গণপরিষদ ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি সিরাজুল হকও এই আসনের সংসদ সদস্য ছিলেন।</p>