<p>দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৯১২টি।</p> <p>তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন চৌধুরী জীবন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক পেয়েছেন ১০ হাজার ৩৫৯টি। মাহবুব আলম জাতীয় পার্টি প্রার্থী লাঙল প্রতীক পেয়েছেন ৪ হাজার ৮৪৯টি।</p> <p>এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৪৯ হাজার ৬২ জন। মোটা ভোটকেন্দ্র সংখ্যা ১১৩টি।</p> <p>দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাকিল আহমেদ দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনের খালিদ মাহমুদ চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।</p>