<p>আজ রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর- নীলফামারী) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিদ্দিকুল আলম সিদ্দিককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।</p> <p>মো. সিদ্দিকুল আলম সিদ্দিক তাঁর কাঁচি প্রতীকে ৬৯৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র  প্রার্থী মো. মোখছেদুল মোমিন ট্রাক মার্কায় পেয়েছেন ৪৫৩০১ ভোট।</p> <p>নীলফামারী-৪ আসনে ১৬৯ টি ভোট কেন্দ্রে ভোট পড়েছে এক লাখ চার ৪৭০ ভোট। এর মধ্যে বাতিল হয় দুই হাজার ৬২২ ভোট। বৈধ ভোটের সংখ্যা এক লাখ ৫৭ হাজার ৮৪৮ ভোট।<br />  </p>