<p>টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান। ১১৯টি কেন্দ্রে আমানুর রহমান খান রানা ভোট পেয়েছেন ৮২,৭৪৮ কামরুল হাসান খান পেয়েছেন ৬৯০৩৫ ভোট। সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান এ ফলাফল ঘোষণা করেন। </p> <p>২০১২ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম লেবুকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো এমপি হন আমানুর রহমান খান রানা। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয়বার এমপি হন তিনি। ২০১৮ সালে এ আসনের এমপি হন তার বাবা আতাউর রহমান খান। দ্বাদশ সংসদ নির্বাচনে এসে মনোনয়ন বঞ্চিত হন রানার বাবা বর্তমান এমপি আতাউর রহমান খান। এবার বাবার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন রানা।</p> <p>১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩৭৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৪৯০ মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৮৩ জন। ভোট প্রদানের হার ছিল ৪৪ শতাংশ। প্রতিদ্বন্দী প্রার্থীর সংখ্যা ছিল ৬ জন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ছাড়া অন্য প্রার্থীরা হলেন ক্যাপ্টেন (অব.) মো. জাকির হোসেন (বিএনম), আব্দুল হালিম মিয়া (জাতীয় পার্টি), সাখাওয়াত হোসেন সৈকত (সাম্যবাদী দল) এবং হাসান আল মামুন (এনপিপি)।</p>