<p>বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব কুলা প্রতীকের মাহী বি চৌধুরী পরাজিত হয়েছেন। মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসন হতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন।</p> <p>এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজ দলীয় প্রতীক কুলা মার্কা নিয়ে নির্বাচন করে নৌকা প্রতীকে মহিউদ্দিন আহমেদের কাছে বিপুল ভোটে পরাজিত হন।</p> <p>মোট ১৭০টি ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ এক লাখ দুই হাজার ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির ট্রাক প্রতীকে পেয়েছেন-৬১ হাজার ৯৮০ ভোট। আর মাহী বি চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৯৩৩ ভোট।</p> <p>এ ছাড়া এ আসন থেকে তৃণমূলের ভাইস চেয়ারম্যান প্রয়াত নামমূল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ৬ হাজার ৩৩৭ ভোট।</p>