<p>ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি হাফিজউদ্দীন আহমেদ পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। </p> <p>আজ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থি গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৪ হাজার ৮২১ ভোট।</p> <p>এ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী এস এম খলিলুর রহমান পেয়েছেন ৬০৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনি পেয়েছেন ১ হাজার ৬৮৩ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৪৪,৩৫৪ জন।</p>