<p style="text-align: justify;">কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. জসিম উদ্দিন। রবিবার দুপুরে জসিম উদ্দিন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।</p> <p style="text-align: justify;">ভিডিও বার্তায় ঈগল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, সরকার ও নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক এবং আনন্দমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। আজ সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখি কোনো ভোটার নেই। কেন্দ্রের বাইরে নৌকার কিছু লোক দাঁড়িয়ে থেকে তাঁরাই বারবার ভোট দিচ্ছেন। ভোটার না থাকার কারণ হলো ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, যাতে তারা যেন কেন্দ্রে না আসে। ভোটারদের ভয়ভীতির বিষয়ে একাধিক অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিটি কেন্দ্রেই ভোট প্রকাশ্যে নেওয়া হয়। </p> <p style="text-align: justify;">ভিডিও বার্তায় তিনি আরো বলেন, প্রকাশ্যে ভোট নেওয়াটা একটা প্রহসনের নির্বাচন। তাই এ প্রহসনের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। </p> <p style="text-align: justify;">এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্নাচন দেওয়ার সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।</p>