<p style="text-align: justify;">তৃতীয়বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এ কারণে সমঝোতার এই আসনে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লাঙলের পক্ষে ভোট চাইছেন আওয়ামী লীগের বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের একাংশের নেতাকর্মীরা।</p> <p style="text-align: justify;">আজ বুধবার সকাল থেকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারসহ বিভিন্ন এলাকায় লাঙলের প্রার্থী নুরুল ইসলাম তালুকদারের সাথে উপস্থিত থেকে ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সান্তাহার ইউপির বর্তমান চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু।</p> <p style="text-align: justify;">জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার কালের কণ্ঠকে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা এই আসনে নৌকার প্রার্থীকে প্রত্যাহার করে নিয়ে আমাকে সমর্থন দিয়েছেন। সেই চিঠিটা আমি তাদের দিয়েছি। কিন্তু প্রথম দিকে কেউ আমার কাছে আসেনি। এখন ধীরে ধীরে আওয়ামী লীগের সবাই আমার পক্ষে আসছে। ৭ জানুয়ারির আগে সবাই লাঙলের পক্ষে আসবে বলে আমার প্রত্যাশা। আমাকে ভোট দেওয়া মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।’</p> <p style="text-align: justify;">তিনি আরো বলেন, ‘আমি টানা দুইবারের এমপি; কিন্তু আমার দলের লোকজন কোথাও চাঁদাবাজি, সন্ত্রাসী এবং কাউকে হয়রানি করেননি। আমি শতাধিক রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ক্লাবে অনুদান দিয়েছি। এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। এই উন্নয়ন দেখে মানুষ আমাকে ভোট দেবে। সেই সাথে এবার নির্বাচিত হলে বেকার সমস্যা দূরীকরণে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলব।’</p> <p style="text-align: justify;">উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সান্তাহার ইউপির বর্তমান চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে নৌকা প্রত্যাহার করে লাঙলকে সমর্থন দিয়েছেন। এ বিষয়টি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বোঝানোর পর তাঁরা এখন লাঙলের পক্ষে আসছেন। লাঙল বিপুল ভোটে জয়ী হবে বলে আমাদের প্রত্যাশা।’</p> <p style="text-align: justify;">বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই এলাকায় আমরা এখন লাঙলের পক্ষে কাজ করছি। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও লাঙলের পক্ষে থাকায় এবারও লাঙলের বিজয় নিশ্চিত।’</p> <p style="text-align: justify;">এ সময় ছাতিয়ানগ্রাম ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ, আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সভাপতি এন এইচ মিলন, দুপচাঁচিয়া উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস এম সাহিদসহ জাতীয় পার্টি, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা গণসংযোগকালে উপস্থিত ছিলেন।</p>