<p>চট্টগ্রামের সীতাকুণ্ডে আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের পক্ষে মাইকিং করায় এক পৌর কাউন্সিলরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।</p> <p>রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টায় এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।</p> <p>নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারের সময় হলো দুপুর ২টার পর। কিন্তু সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম অ্যাপেলো দুপুর ১টা থেকে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ এস এম আল মামুনের জন্য মাইকিং করতে থাকেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।</p>