<p style="text-align: justify;">বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতির (সেপকস) পৃষ্ঠপোষক, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে আড়াই হাজার কম্বল বিতরণ করেছেন। আজ বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিঁড়ি এলাকায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন তিনি।</p> <p style="text-align: justify;">সেনা পরিবার কল্যাণ সমিতির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নুরজাহান আহমেদ। এছাড়াও, এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য সেনা পরিবার কল্যাণ সমিতির সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি। </p> <p style="text-align: justify;">মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সেনা পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাগুলোর মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী শীতার্ত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।</p> <p style="text-align: justify;">শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, কেন্দ্রীয় প্রয়াস-এর সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়ার সহধর্মিনী, সেপকস ঢাকা অঞ্চলের পরিচালনা পর্ষদের সব সদস্য, অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইএসপিআর</p>