<p style="text-align: justify;">বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের নির্বাচনী জনসভায় মঞ্চে ছিলেন বিএনপি নেতা ওবায়দুল করিম তুহিন পণ্ডিত। বক্তব্যেও তিনি সালাউদ্দিন রিপনের গুণগান করে ভোট চেয়েছেন। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে বরিশাল সদর উপজেলা বিএনপির। এরপর গতকাল সোমবার ওবায়দুল করিম তুহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। </p> <p style="text-align: justify;">নোটিশে কেন তাঁর প্রাথমিক সদস্য পদ বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়। </p> <p style="text-align: justify;">ওবায়দুল করিম তুহিন পণ্ডিত বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য। তাঁর বাবা ইসরাইল পণ্ডিত ছিলেন ওই ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।</p> <p style="text-align: justify;">জানতে চাইলে বিষয়টি স্বীকার করেন ওবায়দুল করিম তুহিন। তিনি বলেন, ‘আমি ট্রাক প্রতীকের প্রচারণায় এই ইউনিয়নের দায়িত্বে রয়েছি। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করব। আমি বর্তমানে বিএনপির কোনো পদে নেই। আর উপজেলা কমিটির যারা পদে রয়েছেন, তাঁরা অর্থের বিনিময়ে বিএনপির পদ বাণিজ্য করেছেন। তাই ক্ষুব্ধ হয়ে পুরো ইউনিয়ন বিএনপিকে নিয়েই ট্রাকের পক্ষে কাজ করছি।’</p> <p style="text-align: justify;">তিনি অভিযোগ করে বলেন, ‘উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম ট্রাক প্রতীকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন। তাঁর অনুসারীরা ট্রাক প্রতীকের পক্ষে প্রত্যেকটি ইউনিয়নে কাজ করছেন। বিষয়টি আমি উপজেলা বিএনপির আহ্বায়ককে জানিয়েছি।’</p> <p style="text-align: justify;">উপজেলা বিএনপির আহ্বায়ক এনায়েত হোসেন বলেন, ‘ওবায়দুল করিম তুহিন প্রকাশ্যে মঞ্চে অবস্থান নিয়ে ট্রাক প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। বিষয়টি সাংগঠনিক বিধি বহির্ভূত। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হবে। উপজেলা বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।</p>