<p>ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত গরিব অসহায় দুস্থদের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।</p> <p>সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় কেরানীগঞ্জের রিভারভিউ আবাসিক এলাকার সি-ব্লকের সংস্থার নিজস্ব কার্যালয়ে শীতার্ত গবিব অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।</p> <p>বসুন্ধরা রিভারভিউ সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।</p> <p>বিশেষ অতিথি ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মো. ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা রিভারভিউ সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি সারোয়ার মোহাম্মদ সানি, সাংগঠনিক সম্পাদক লিটন মাতবরসহ প্রমুখ।</p> <p>প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, বসুন্ধরা রিভারভিউ সমাজকল্যাণ সংস্থার একটি সামাজিক প্রতিষ্ঠান, তারা এ সংস্থার মাধ্যমে নিজেদের সাধারণ মানুষের জন্য কাজ করবে তাদের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানাই।</p> <p>তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি একে অপরের সুখে-দুঃখে এগিয়ে যাব সবাই মিলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করলে আমরা আর পিছিয়ে থাকব না। তিনি বসুন্ধরা রিভারভিউ সমাজকল্যাণ সংস্থার মতো সমাজের ধনাঢ্য ও বিত্তবানদের গরিব অসহায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।</p> <p>অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন বসুন্ধরা রিভারভিউ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামিমুল আলম।</p>