<p style="text-align: justify;">দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৩ (আনোয়ারা -কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বিএনপি-জামায়াত সাধারণ মানুষের জন্য রাজনীতি করে না, তারা নিজেরা ক্ষমতায় আসার রাজনীতি করে।</p> <p style="text-align: justify;">আজ শনিবার বিকেলে পিএবি সড়কের ফাজিলহাট এলাকায় বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align: justify;">সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘আওয়ামী লীগের আমলে অনেক উন্নয়ন হয়েছে। তবে জিনিসপত্রের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রীরও কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই সমস্যা সমাধান হবে।’</p> <p style="text-align: justify;">তিনি আরো বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী সেরা উপজেলা। বাংলাদেশের ১১টি মডেল ফায়ার সার্ভিসের মধ্যে একটা হয়েছে কর্ণফুলীতে। আর কি চাই কর্ণফুলীতে! সব পেয়ে আমাকে ভুলে যাইয়েন না।’</p> <p style="text-align: justify;">আমি জেতাটা বড় কথা নয়, সবাই আমাকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন এটাই আমি চাই উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, নেতাকর্মীদের বলছি আপনারা নতুন ভোটারদের লিস্ট তৈরি করে ভোট সেন্টারে উপস্থিত করুন। তাদের প্রথম ভোট যেন মুক্তিযুদ্ধের পক্ষে হয়। আওয়ামী লীগের পক্ষে হয়।’</p> <p style="text-align: justify;">ভূমিমন্ত্রী বলেন, ‘‘গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। যে গণতন্ত্রের জন্য ৫২' ভাষা আন্দোলন, ৬৬ ছয় দফা, ৬৯ গণঅভ্যুত্থান, ৭১সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করে সে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি। আজ তাদের দোসর বিএনপি-জামায়াত নির্বাচন নিয়ে অনেক মিথ্যাচার করেছে। তারা বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ থাকবে না, মুসলমান থাকবে না। অথচ আওয়ামী লীগের আমলে মসজিদ বেড়েছে। অনেক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।’’</p> <p style="text-align: justify;">বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, উপদেষ্টা সাজ্জাদ খান মিঠু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সেলিমুল্লাহ খান, শহীদুল ইসলাম, আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খান আরজুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p>