<p>নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী এ কে এম সেলিম ওসমান বলেছেন, ‘এ নির্বাচন সেলিম ওসমানের না। যারা দেশকে ভালবাসে তাদের জন্য এই নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। তাঁকে সরকার গঠনে সহযোগিতা করতে হবে। এটা করতে পারলে আগামী পাঁচ বছরে বাকি কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে।’</p> <p>আজ মঙ্গলবার বিকেলে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী উপস্থিত ছিলেন।</p> <p>তিনি আরো বলেন, ‘আমার এখানে শান্তির চর হলে এটা ঢাকা না কলাগাছিয়া বোঝা যাবে না। করোনায় আমরা অনেক পিছিয়ে গেছি। দুই বছর আমরা কোনো কাজ করতে পারিনি। আমরা শুধু চেষ্টা করেছি কোনো মানুষ যেন মারা না যায়। করোনায় আল্লাহ যাদের মৃত্যু লিখে রেখেছেন তারা মারা গেছে। তারপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আমাদের শক্তিশালী হতে হবে।’</p> <p>তিনি বলেন, ‘এখানে উন্নতমানের কলেজের প্রয়োজন আছে। প্রতিটি ইউনিয়নে একটি করে হাইস্কুল আছে। আমাদের সন্তানদের সুশিক্ষিত করে তুলতে হবে। আমরা অত লেখাপড়া করিনি। ভবিষ্যত প্রজন্ম যেন সুশিক্ষিত হয়, প্রতিটি মানুষকে যেন তারা সহযোগিতা করতে পারে।’</p> <p>দ্বাদশ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৫টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনটিও জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে বলে দাবি আওয়ামী লীগের। যদিও এই আসনে কোনো প্রার্থীই ঘোষণা করেনি আওয়ামী লীগ। আসনটিতে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ কে এম সেলিম ওসমান।</p>