<p>দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জের চার আসনে ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন।</p> <p>এ সময় আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে নৌকা, জাপার প্রার্থীদের মধ্যে (লাঙ্গল) প্রতীক ও অন্যান্য দলীয় প্রার্থীদের মধ্যে নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।</p> <p>হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য কেয়া চৌধুরী পেয়ছেন ঈগল প্রতীক। হবিগঞ্জ-২ আসনে তিনবারের বিজয়ী বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খানও পেয়েছেন ঈগল ও হবিগঞ্জ ৪ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনও পেয়েছেন ঈগল প্রতীক। ফলে জেলার ওই তিনটি আসনে নৌকার সঙ্গে তুমুল লড়াই হবে ঈগলের।</p> <p>প্রতীক বরাদ্দের পর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেবী চন্দ প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।<br />     <br /> এদিকে, দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করেছেন।</p>