<p>‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪-এর ঢাকা উত্তর জোনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।</p> <p>এই প্রতিযোগিতায় ঢাকা উত্তর জোনের বিভিন্ন জেলা ও থানা থেকে ৮২৬ জন হাফেজ অংশগ্রহণ করে। অংশ নেওয়া হাফেজদের মধ্যে প্রথম দফায় ৬০ জন হাফেজকে বাছাই করা হয়। বাছাইকৃত ৬০ জন হাফেজ থেকে দ্বিতীয় দফায় ২১ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়।</p> <p>এদিকে সকাল থেকেই বিভিন্ন এলাকার পরিবহনের মাধ্যমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে কুরআনের নূরের প্রতিযোগীরা সুশৃঙ্খলভাবে প্রবেশ করে। সকাল সাড়ে ১০টা থেকে প্রতিযোগীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় এই আয়োজন।</p> <p>এ সময় কথা হয় টাঙ্গাইলের খুদে হাফেজ ইয়াসীন হোসেন সিয়ামের সঙ্গে। সিয়াম কালের কণ্ঠকে বলে, ‘অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমার ইচ্ছা আমি জাতীয় পর্যায়ের একজন হাফেজ হব। এসে খুব ভালো লাগছে। অনেকের সঙ্গে পরিচিত হতে পারছি। প্রস্তুতি ভালো আছে। আশা করি ভালো কিছু হবে।’</p> <p>গাজীপুরের এশিয়া পাম্প থেকে এসেছে হাফেজ সোয়াইব হাসান। সোয়াইব কালের কণ্ঠকে বলে, ‘ভালো লাগছে। কয়েকজনের সঙ্গে পরিচিত হলাম। এখানে এসেছি মূলত নিজেকে যাচাই করতে। টিকে যাব কিনা জানি না। তবে এ পরীক্ষা দেওয়ার মাধ্যমে বুঝতে পারব আমি কতটুকু পারি।’</p> <p>এবারের এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগের উত্তর ও দক্ষিণ দুটি জোনসহ পুরো দেশের মোট ১১ জোন থেকে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ৩০ পারা কুরআনের হাফেজরা অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী হাফেজ ১০ লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী হাফেজ সাত লাখ টাকা, তৃতীয় বিজয়ী হাফেজ পাঁচ লাখ টাকা, চতুর্থ ও পঞ্চম বিজয়ী হাফেজ দুই লাখ টাকা এবং সম্মাননা পাবে। এ ছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন হাফেজ এক লাখ টাকা ও সম্মাননা পাবে।</p> <p>এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী হাফেজ, তার পরিবার ও ওস্তাদদের ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে। অন্যদিকে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী হাফেজ ১৫ লাখ টাকা, দ্বিতীয় বিজয়ী হাফেজ ১০ লাখ টাকা ও তৃতীয় বিজয়ী হাফেজ পাঁচ লাখ টাকা এবং সম্মাননা পাবে।</p> <p>এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, ক্যাপিটাল এফএম। আর পবিত্র রমজানে কুরআনের নূর সম্প্রচারিত হবে নিউজটোয়েন্টিফোর টেলিভিশনে।</p>