<p>কক্সবাজারে সমুদ্রে ডুবে মারা গেছেন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়ায়। আজ রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খান।</p> <p>মৃত ওই দম্পতি হলেন আবুল কাশেম বকুল (৪২) ও স্ত্রী সাবিকুন নাহার সুমা (৩৪)। বকুল বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকার মৃত বোরহানউদ্দিন আহমেদের ছেলে ও সুমার পিতার নাম সুলতান আলী।</p> <p>বকুল ও সুমা ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। তারা কক্সবাজারের সিগাল হোটেলের ৩২৭ নম্বর কক্ষে গত শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে অবস্থান নেন। আজ রবিবার দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে তারা ঢেউয়ে ভেসে যান। পরে ট্যুরিস্ট পুলিশের একটি দল তাদের মৃতদেহ উদ্ধার করে।</p> <p>বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন জানান, মৃত দম্পতি সম্পর্কে তার খালাতো ভাই ও তার স্ত্রী। তাদের মৃতদেহ আনার ব্যবস্থা করা হয়েছে।</p>