<p>নেত্রকোনার দুর্গাপুরে স্বামীর পরকীয়ায় স্ত্রী তাসলিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি মামলা হলে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ। </p> <p>শনিবার (২ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত স্বামী মো. সুলতান মিয়াকে (২৬) তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসলিমা।</p> <p>মামলা সূত্রে জানা গেছে, গত আট বছর পূর্বে পৌর শহরের দশাল ঠাকুরবাড়ি কান্দা এলাকার সুলতান মিয়ার সঙ্গে বিবাহ হয় তাসলিমার। এরপর তাদের সংসারে দুই সন্তান আসে। তাদের সব কিছু ভালোই চলছিল। কিন্তু গত তিন বছর আগে একই এলাকার ঝুমা আক্তার নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুলতান মিয়া। এ ঘটনা তার স্ত্রী তাসলিমা জানার পর তাকে ফেরাতে বাধা দিলে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করত তার স্বামী। ঘটনার দিন বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তার স্বামী ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে তাসলিমা। </p> <p>ওই ঘটনাকে কেন্দ্র করে স্বামী তাকে মারধর করে। পরে সে নিজ ঘরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। পরদিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসলিমা।</p> <p>এদিকে এ ঘটনায় শনিবার (২ ডিসেম্বর) দুপুরে নিহত তাসলিমার বড় ভাই হারুন মিয়া বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে বিকেলে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।</p> <p>এ প্রসঙ্গে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করে নিহতের ভাই। এ মামলায় অভিযুক্ত প্রধান আসামি স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।</p>