<p>আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় বিএনপির সদস্যপদ হারালেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং মালিহা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব হাসান।</p> <p> গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।</p> <p>চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে মাহবুবু হাসানকে বহিষ্কার করা হলো।</p> <p>মাহবুব হাসান দেওয়ানগঞ্জ পৌর এলাকার বিএনপি নেতা আব্দুস সামাদ (সুলতাম মিয়ার) ছোট ছেলে।</p> <p>এ ব্যাপারে মাহবুব হাসান কালের কণ্ঠকে জানান, ‘আমি নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে আমি সক্রিয়ভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই। আমাকে কবে বিএনপির সদস্য করা হয়েছে আমি জানি না।’ </p>