<p>আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে তৃতীয়বারের মতো নৌকার মাঝি হয়েছেন বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। আজ রবিবার বিকেলে তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকে তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।</p> <p>জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ ১৫ জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। শেষমেশ নৌকার কাণ্ডারি হিসেবে ফাহমী গোলন্দাজ বাবেলের নাম নিশ্চিত হওয়ায় এলাকায় স্বস্তি নেমে আসে।</p> <p>ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন রিপন বলেন, আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি। বিগত দিনে তিনি এলাকায় অনেক উন্নয়ন করেছেন। সুতরাং আবারও নৌকার কাণ্ডারি হওয়ায় স্বাভাবিকভাবেই আমরা আনন্দিত।</p> <p>তৃতীয়বারের মতো নৌকার মাঝি হয়ে ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, সাধারণ মানুষের প্রত্যাশার জয় হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং বরাবরের মতোই আগামীতেও প্রিয় গফরগাঁওবাসীর প্রত্যাশা পূরণ করতে পারব।</p>