<p>আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে (পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা) নৌকা প্রতীকে ১৪ জন প্রার্থী আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চান। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহ শেষে জমা দিয়েছেন তারা।</p> <p>দলীয় প্রার্থী ও একাধিক নেতাদের সূত্রে জানা গেছে, বরগুনা-২ আসনের প্রার্থীরা এত দিন মাঠ চষে বেড়ালেও এবার প্রার্থীরা নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন লড়াইয়ের প্রতিযোগিতায় নেমেছেন। এখন সবাই ব্যস্ত সময় পার করছেন। এদের মধ্যে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন-এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। তবুও যে যার মতো করে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। দলের কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। এ কাজে কেউ পিছিয়ে নেই। </p> <p>এ আসনে প্রার্থীদের মধ্যে রয়েছেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক, সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র এ বি এম গোলাম কবির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার,পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবির হোসেন, মহিলা সংরক্ষিত আসনের এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুলতানা নাদিরা, বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাশেদ হাওলাদার, বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান এমপি আলহাজ শওকত হাচানুর রহমান রিমন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক প্রবাসী ড. মাহাবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম খান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হোসনেয়ারা রানী, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি বাংলাদেশ মহিলা আওয়াামী লীগের সহসভাপতি নাসিমা ফেরদৌসী, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু ও ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম।</p>