<p style="text-align: justify;">বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার সিলেটে বিভিন্নস্থানে পিকেটিং, গাড়ি ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। </p> <p style="text-align: justify;">এ সময় পুলিশ আব্দুস সামাদ নামে এক ছাত্রদল নেতা আটক করেছে। হরতালের দ্বিতীয় দিনে দোকানপাট বন্ধ থাকলেও নগর এলাকায় সড়ক ছিল রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার দখলে।</p> <p style="text-align: justify;">সরেজমিনে দেখা যায়, নগরের ব্যস্ততম জিন্দাবাজার, বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এলাকার পাশের সড়কগুলো রিকশা ও অটোরিকশার দখলে। তবে প্রাইভেট কারসহ চার চাকার যান চলাচল কম। যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন মানুষ। </p> <p style="text-align: justify;">এদিকে যানবাহনের অপ্রতুলতার সুযোগে রিকশাচালকরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। </p> <p style="text-align: justify;">সোমবার সকালে দক্ষিণ সুরমার তেলিবাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পিকেটিং ও ভাঙচুর করে ছাত্রদল। এতে নেতৃত্ব দেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বি। এ সময় পুলিশ আব্দুস সামাদ নামে এক ছাত্রদল নেতাকে আটক করে। </p> <p style="text-align: justify;">এর আগে সকাল সাড়ে সাতটায় সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় যুবদল বিক্ষোভ মিছিল করে। এ সময় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া নগরের উপশহর পয়েন্ট এলাকায় মিছিল ও ট্রাক ভাঙচুর করেন পিকেটাররা।</p> <p style="text-align: justify;">পিকেটিং থেকে আটকের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, ‘আব্দুস সামাদ নামে একজনকে আটক করা হয়েছে।’</p>