<p style="text-align: justify;">দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ-৪ আসনে (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ কিনেছেন এ কে এম শামীম ওসমান।</p> <p style="text-align: justify;">আজ রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শামীম ওসমানের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না মনোনয়ন ফরম সংগ্রহ করেন।</p> <p style="text-align: justify;">আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের কাছ থেকে মনোনয়ন ফরম কেনার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন মান্না।</p> <p style="text-align: justify;">নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান ১৯৯৬ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।</p>