<p>লক্ষ্মীপুরের রামগতিতে নাশকতার আশঙ্কায় যুবদল নেতা গরিব হোসেন রাসেলকে আটক করা হয়েছে। রাসেল উপজেলার বড়খেরী ইউনিয়ন যুবদলের সভাপতি। </p> <p>শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার বড়খেরী ইউনিয়নের রামগতি বাজার থেকে তাকে আটক করা হয়।</p> <p>থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে আটক করা হয়। তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। ফেসবুকেও তিনি উস্কানিমূলক প্রচারণা চালান। রাসেল বড়খেরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।</p> <p>রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, নাশকতার আশঙ্কায় যুবদল নেতা রাসেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>