<p>সুন্দরবনে আবারও শুরু হয়েছে বাঘ গণনা। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় তৃতীয়বারের মতো এই বাঘ গণনা শুরু হয়েছে রবিবার (৫ নভেম্বর) থেকে। যা শেষ হবে আগামী বছরের এপ্রিলে। </p> <p>এ গণনার ফলাফল আগামী বছরের ২৯ জুলাই বাঘ দিবসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।</p> <p>আজ দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে বাঘ গণনা কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।</p> <p>উপমন্ত্রী বলেন, বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, আর সুন্দরবন বাঁচলে প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ রক্ষা পাবে। তাই সকলকে মিলেই বাঘ ও সুন্দরবন সুরক্ষা করতে হবে।</p> <p>পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বনের অভ্যন্তরে ক্যামেরা বসিয়ে বাঘের সংখ্যা নির্ণয় করা হবে বলে জানিয়েছেন বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মহাসিন হোসেন।</p> <p>তিনি জানান, ২০১৩-১৪ সালে প্রথম সুন্দরবনে বাঘ সংরক্ষণ ও জরিপ কাজ শুরু হয়। ২০১৫ সালের সেই জরিপে ১০৬টি বাঘ সুন্দরবনে আছে বলে জানা যায়। এরপর ২০১৮ সালে জরিপ চালিয়ে ১১৪টি বাঘের তথ্য পাওয়া যায়। এখন বাঘের সেই সংখ্যা কমেছে, নাকি বেড়েছে তা জানতে নতুন করে জরিপ চালানোর কাজ শুরু করা হয়েছে। এবার বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘ গণনার কাজে দুই কোটি ৭০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। </p> <p>চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল সুন্দরবন পশ্চিম বন বিভাগের বাঘ গণনা। ইতিমধ্যে ওই অংশের বাঘ গণনা কার্যক্রম শেষ হয়েছে।</p>