<p>কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আহমেদের অস্থায়ী কার্যালয় ও গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাবুল চেয়ারম্যান এলাকায় ছিলেন না বলে জানা যায়।</p> <p>পুলিশ, কেয়াটেকার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আহমেদের দাসকান্দি গ্রামের বাড়ির পাশেই অস্থায়ী কার্যালয় ও পরিষদের মালামাল রাখার গোডাউন ছিল। রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত আগুন লাগিয়ে দিলে মুহূর্তের মধ্যেই আগুন পুরো কার্যালয় ও ভিজিডি চাল রাখা গোডাউনে ছড়িয়ে পড়ে। </p> <p>খবরে পেয়ে তিতাস থানা পুলিশ ও হোমনা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিষদের সরকারি কাগজ পত্র ও ভিজিডি ১৯/১৫ বস্তা চাল পুড়ে যায়।</p> <p>কেয়ারটেকার মাহিয়া বেগম বলেন, ‘দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়ায় দ্রুত আগুন সারা কার্যালয়ে ছড়িয়ে পড়ে । এসময় আমি কোনো মতে বাহির হয়ে আসি। কে বা কারা লাগিয়েছে তা আমি দেখি নাই।’</p> <p>ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে আমার আলমিরাতে রাখা সরকারী কাগজপত্র ও গোডাউনে ভিজিডির ১৯/১৫ বস্তা চাল পুড়ে ছাই হয়ে গেছে।</p> <p>তিতাস থানা ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, ‘চেয়ারম্যান মো. বাবুল আহমেদের অস্থায়ী কার্যালয় ও গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’</p>