kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

বঙ্গবন্ধু সেতুতে বাস দুর্ঘটনা, আধা ঘণ্টা বন্ধ এক লেন

সিরাজগঞ্জ প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০২২ ০১:৫১ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু সেতুতে বাস দুর্ঘটনা, আধা ঘণ্টা বন্ধ এক লেন

ছবি কালের কণ্ঠ

বঙ্গবন্ধু সেতুর ওপরে বাস দুর্ঘটনার কারণে আধা ঘণ্টা সেতুর এক লেন দিয়ে কোনো ধরণের যানবাহন চলাচল করতে পারেনি। বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে সেতুর ৩নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ক্ষতিগ্রস্থ বাসটি সরিয়ে নিলে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।   

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেস হোসেন কালের কণ্ঠকে জানান, ঢাকা থেকে সিমলাগামী একটি বাস সেতুর ৩নম্বর পিলারের কাছে এসে মালবাহী একটি ট্রাককে ধাক্কা দিয়ে সেতুর ওপরে বিকল হয়ে যায়।

বিজ্ঞাপন

এ কারণে তাৎক্ষনিক ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী লেন দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত ক্ষতিগ্রস্থ বাসটি সরিয়ে নেওয়ায় হলে আধা ঘন্টা পর থেকে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও বাসের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়।সাতদিনের সেরা