kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০২২ ২২:২৭ | পড়া যাবে ১ মিনিটে ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন কৃত্তিপুরের আব্দুল কাদের (৪৫) ও হাড়িয়া গ্রামের জয়নাল হোসেন (৪২)। এ ঘটনায় একটি প্রাইভেট কার আটক করে পুলিশ।  

নাভারণ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর এলাকা থেকে বিকেলে জয়নাল হোসেন (৪২) তার নসিমন নিয়ে পাঁচপুকুর নামক স্থানে পৌঁছলে যশোরগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

এতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান জয়নাল। তিনি ঝিকরগাছা উপজেলার হাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় প্রাইভেট কারটি আটক করে পুলিশ।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল কাদের (৪৫) নামের এক ব্যক্তি গাজীর দরগাহ থেকে বাইসাইকেল চালিয়ে পৌরসভার কৃত্তিপুর নিজ বাড়িতে আসার সময় যশোরগামী প্রাইভেট কারের ধাক্কায় মারা যান। নিহত আব্দুল কাদের কৃত্তিপুর গ্রামের ফরমান কাজীর ছেলে। প্রাইভেট কারটি পালিয়ে গেছে বলে নাভারণ হাইওয়ে পুলিশের কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন।  সাতদিনের সেরা