kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন, আওয়ামী লীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৬ অক্টোবর, ২০২২ ১৯:০৪ | পড়া যাবে ১ মিনিটেদলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন, আওয়ামী লীগ নেতা বহিষ্কার

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম মোকসেদ আলমকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাভভোকেট আজমতউল্লাহ খান এ সিদ্ধান্তের কথা জানান।

এ প্রসঙ্গে এ্যাভভোকেট আজমতউল্লাহ খান বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের আলোকে মোকসেদ আলমকে দলীয় পদসহ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১৭ অক্টেবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত জেলা পরিষদে তিনি প্যানেল চেয়ারম্যান ছিলেন।

মোকসেদ আলম বলেন, গঠনতন্ত্র অনুযায়ী মহানগর আওয়ামী লীগ তাকে বহিষ্কারের এখতিয়ার নেই। তাছাড়া দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করা যাবে না দল থেকে এমন কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত হয়নি।সাতদিনের সেরা