kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি   

৬ অক্টোবর, ২০২২ ১৮:৫৮ | পড়া যাবে ১ মিনিটেসাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রতীকী ছবি

বরগুনার তালতলীতে সাপ ধরতে গিয়ে কামড়ে জাকির হোসেন (৩৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার) রাত ১১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাপ নিয়ে দীর্ঘ সাধনার পরে সাপের মন্তর শেখেন কথিত সাপুড়ে জাকির হোসেন। সাপের মন্তর শেখার পরে একবার সাপ ধরতে গিয়ে তিনি সাপের আক্রমণের শিকার হন।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেওয়ার কারণে সেবার তিনি প্রাণে বেঁচে যান। গতকাল রাতে আশ্রয়ণ প্রকল্পে সাপ ধরতে যান। সাপটি ধরার পর তাকে কামড় দেয়। বিষয়টি জাকির আমলে না নিয়ে ওই সাপটিকে নদীতে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে যান।

আজ ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পথেই তার মৃত্যু হয়। নিহত জাকির হোসেনের ছেলে আরিফ এ তথ্য জানায়।সাতদিনের সেরা