kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

টাঙ্গাইলে বাস-মাইক্রো সংঘর্ষ, নিহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি   

৬ অক্টোবর, ২০২২ ১৪:১৫ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলে বাস-মাইক্রো সংঘর্ষ, নিহত ৬

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও উত্তরগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতও হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড় ১২টার দিকে গোলচত্ত্বর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়ার সম্ভবনা রয়েছে।  

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চলছে।সাতদিনের সেরা