kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

৫ অক্টোবর, ২০২২ ১৬:২৯ | পড়া যাবে ১ মিনিটেবিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম ইউসুফ আলী (১৭)। তিনি ওই এলাকার শাহানাবাদ গ্রামের আকবর আলীর পুত্র।

বিজ্ঞাপন

জানা যায়, উপজেলার ধর্মগড় সীমান্তে ৩৭৩ নম্বর পিলারে বাংলাদেশ অভ্যন্তরে তিন যুবক ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় ডাঙ্গীপাড়া ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছুড়লে ইউসুফ আলী আহত হন। তিনি ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন। তবে বাকি দুজনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপর দুই ব্যক্তির বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।সাতদিনের সেরা