kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

চাচির পরকীয়া প্রেমিকের হাতে আহত ভাতিজা হাসপাতালে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি    

২ অক্টোবর, ২০২২ ১৯:৩৫ | পড়া যাবে ২ মিনিটেচাচির পরকীয়া প্রেমিকের হাতে আহত ভাতিজা হাসপাতালে

মিজানুর রহমান মাসুদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মিজানুর রহমান মাসুদ নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার কলাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাসুদ ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি কলাদিয়া সিডস্টোর বাজারের মুদি দোকানি।

বিজ্ঞাপন

বর্তমানে ওই ব্যবসায়ী পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতের বড় ভাই মুজিবুর রহমান বাদী হয়ে রবিবার (২ অক্টোবর) ১১ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।   

অভিযুক্তরা হলেন কলাদিয়া গ্রামের মৃত খুরশিদ উদ্দিনের ছেলে হানিফা (৩৫), আবদুর রশিদের ছেলে শাহপরান (১৯), মৃত উসমানের ছেলে নজরুল ইসলাম (৩৫), সাফির উদ্দিন (৪৫) ও কফিল উদ্দিন (৪০), বাচ্চু মিয়ার ছেলে তাকবির (১৯), হাদিউল ইসলামের ছেলে নাঈম (১৯), সাফির উদ্দিনের ছেলে রেজুয়ান (১৯), আবদুল হাসিমের ছেলে ইদ্রিস আলী (৪০), ইদ্রিস আলীর ছেলে মীম সাদ (১৯) ও মৃত ওসমান আলীর ছেলে আবদুর রশিদ (৫৫)।  

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহপরান মাসুদের চাচির সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত বৃহস্পতিবার রাতে চাচির সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হলে বিষয়টি মাসুদ দেখে ফেলেন। এ সময় শাহপরানকে আটক করেন মাসুদ। অনেক অনুনয়-বিনয় করলে পরিবারের সম্মানহানির ভয়ে তাকে ছেড়ে দেন মাসুদ। এতে ক্ষিপ্ত হয়ে নানা হুমকি-ধমকি দেন শাহপরান। এরই জেরে শুক্রবার রাত ১০টার দিকে মাসুদ দোকান থেকে বাড়িতে ফেরার পথে শাহপরানের বাড়ির সামনে পৌঁছলে ১০-১২ জনের একটি দল নিয়ে মাসুদের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নূরুল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’সাতদিনের সেরা