kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০২২ । ২০ অগ্রহায়ণ ১৪২৯ । ১০ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘আমি চাইয়া চাইয়া ছেলের ছটফট করা দেখছি’

বামনা (বরগুনা) প্রতিনিধি   

১ অক্টোবর, ২০২২ ১৭:৪৮ | পড়া যাবে ১ মিনিটে‘আমি চাইয়া চাইয়া ছেলের ছটফট করা দেখছি’

প্রতীকী ছবি

নারিকেলগাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পর্শে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় নিহতের মা-বাবা গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। বরগুনার বামনা উপজেলার পোটকাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মো. মহারাজ মিয়া (১২) উপজেলার পোটকাখালী গ্রামের মো. সুলতান চৌকিদারের ছেলে।

বিজ্ঞাপন

আজ শনিবার সকালে নিজ বাড়ির নারিকেলগাছের ডাল কাটতে গিয়ে তার মৃত্যু হয়।

মহারাজের বাবা সুলতান চৌকিদার বলেন, ‘আমি কয়েকবার বলেছি বাবা তুই আজ গাছে উঠিস না। ও আমাদের কথা না শুনেই গাছে ওঠে। আমি চাইয়া চাইয়া ছেলের ছটফট করা দেখছি। কিছু সময় পরে দেহি মহারাজের শরীর দিয়া ধোঁয়া বাইর হয়। নিচে বইয়া কতবার যে ওরে নামতে কইছি ও কিছুই শোনে নাই। আল্লাহ আমার পোলাডারে চোখের সামনে দিয়া এমন কইরা ক্যান নিল। ’

বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মহারাজের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সাতদিনের সেরা