kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

লাকসামে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি   

১ অক্টোবর, ২০২২ ০৯:৫০ | পড়া যাবে ২ মিনিটেলাকসামে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে কুমিল্লার লাকসাম উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শনিবার (১ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকালে ঢাকের বোল, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর হয়ে ওঠে লাকসামের পূজামণ্ডপগুলো।

বিজ্ঞাপন

এদিন সায়ংকালে (সন্ধ্যায়) দুর্গতিনাশিনী দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস হয়েছে। মন্দির ও মণ্ডপগুলোতে বোধনের ঘট স্থাপন করা হয়েছে। তিথির কারণে একই দিনে ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি, শঙ্খনাদ আর কাঁসর ঘণ্টা বাজিয়ে ষষ্ঠী পূজা হয়েছে। আনুষ্ঠানিক পূজার প্রথম দিনেই দেবী দুর্গার আগমনে ভক্তকুলকে উচ্ছ্বসিত দেখা গেছে। সন্ধ্যা নামতেই লাকসাম পৌর শহরের মন্দিরগুলোতে ভিড় বাড়তে থাকে।

লাকসাম জগন্নাথ দেবালয়, কালীবাড়ি, পশ্চিমগাঁও সাহাপাড়া, উত্তর বাজার বণিক্য বাড়ি, সুভাষ বণিকের বাড়ি, রাজ রাজেশ্বরী মন্দির, ধামৈচা, উত্তর লাকসাম জেলেপাড়া, মিশ্রী, রেলওয়ে জংশন, কোঁয়ার, উদইরসহ উপজেলা এবং পৌর এলাকার ৩৪টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে উপজেলা ও থানা প্রশাসন সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির দায়িত্বশীলদের যাবতীয় দিকনির্দেশনা দিয়েছেন। তা ছাড়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওসি জানান, পূজামণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার, সাদা পোশাকের পুলিশ নিয়োজিতসহ গোয়েন্দা নজরদারি থাকবে। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বাহিনীও কাজ করবে।

লাকসাম উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দুর্জয় সাহা জানান, প্রতিবছরের মতো এবারও লাকসামে ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। তিনি পূজামণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।

লাকসাম পূজা উদযাপন পরিষদের সভাপতি সচীন্দ্র চন্দ্র দাস জানান, আগামী ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।সাতদিনের সেরা