kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিখোঁজ তিন ব্যক্তির সন্ধান মেলেনি এখনও

পঞ্চগড় প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ২১:১১ | পড়া যাবে ২ মিনিটেপঞ্চগড়ে নৌকাডুবিতে নিখোঁজ তিন ব্যক্তির সন্ধান মেলেনি এখনও

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা

পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে গত রবিবার নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৯ জনেই রয়েছে। তবে নিখোঁজ সুরেন্দ্রনাথ, ভুপেন্দ্রনাথ ও জয়া রানীকে খুঁজে পাওয়া যায়নি। ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে নৌকাডুবিতে রবিবার ২৫ জন, সোমবার ২৫ জন, মঙ্গলবার ১৮ জন, বুধবার এক জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতি ও শুক্রবার কোন মরদেহ পাওয়া যায় নি। নিহতদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৩১ জন ও শিশু ২১ জন।  

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, 'যতক্ষণ না আমরা নিখোঁজ তিনজনের খোঁজ পাচ্ছি ততক্ষণ উদ্ধার অভিযান চলবে। প্রতিদিন এখন সারিবন্ধভাবে নদীর এক একটি স্থানে তল্লাশি করা হচ্ছে। ' 

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, 'নৌকাডুবির ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী রবিবার প্রতিবেদন পাওয়া যাবে। তখন নৌকাডুবির কারণ বিস্তারিতভাবে জানাতে পারবো। '

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট বলেন, 'নৌকাডুবির ঘটনায় গাফিলতির অভিযোগে ওই ঘাটের ইজারা আমরা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। একই সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। '  সাতদিনের সেরা