kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের হাত বিচ্ছিন্ন

খুলনা অফিস   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৯:১৫ | পড়া যাবে ২ মিনিটেছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের হাত বিচ্ছিন্ন

খুলনায় কয়রায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ভুক্তভোগী শাহাদাত হোসেন (৩০) উপজেলার মেঘারাইট গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে। অভিযুক্ত ছোট ভাই শাকিল হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০সেপ্টেম্বর) সকালে মহারাজপুর ইউনিয়নের মেঘারাইট গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আশঙ্কাজনক অবস্থায় শাহাদাতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়,  শাহাদাত ও শাকিল মাছ ব্যবসায়ী। মাছ বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ ছাড়া শাকিলকে কেন বিয়ে দেওয়া হচ্ছে না তা নিয়েও বড় ভাই শাহাদাতের প্রতি ক্ষুব্ধ ছিলেন তিনি। শুক্রবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই শাকিল ধারালো দা দিয়ে বড় ভাইয়ের বাম হাতে কোপ মারে। এতে তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা শাহাদাতকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভায়ের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সাতদিনের সেরা