kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

নীলফামারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

নীলফামারী প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১০ | পড়া যাবে ২ মিনিটেনীলফামারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

নীলফামারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন। ছবি- কালের কণ্ঠ।

নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১০টার দিকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সনাক-টিআইবি এবং ডিস্ট্রিক পলিসি ফোরামের সহযোগিতায় ওই কর্মসূচি পালিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, সচেতন নাগরিক কমিটির সভাপতি তাহমিনুল হক ববী, সহসভাপতি মিজানুর রহমান লিটু, ডিস্ট্রিক পলিসি ফোরামের (ডিপিএফ) সভাপতি অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, সাধারণ নাগরিক ইমাম হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা তথ্য পেতে জনগণের ভোগান্তি কমানো, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তথ্যের অবাধ প্রবাহের উপর গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে প্রায় ১২৫০ আইন আছে, যেগুলো সরকার জনগণের উপর প্রয়োগ করে। কিন্তু তথ্য অধিকার একমাত্র আইন যেটি জনগণ সরকারের উপর প্রয়োগ করে। আমরা ন্যানো প্রযুক্তির যুগে প্রবেশ করছি কিংবা করতে যাচ্ছি, যখন কেউ তথ্য না চাইলেও স্বয়ংক্রিয়ভাবে তথ্য পেয়ে যাব, তাই তথ্য গোপন করার কিছু নেই। ’

কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তর, টিআইবিসহ বিভিন্ন বেসরকারি প্রতিনিধি, শিক্ষার্থী, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়েস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।সাতদিনের সেরা