kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

খেলতে গিয়ে নদীতে ডুবল শিশু, উঠ্ল মরদেহ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৪৪ | পড়া যাবে ১ মিনিটেখেলতে গিয়ে নদীতে ডুবল শিশু, উঠ্ল মরদেহ

সুনামগঞ্জের মধ্যনগরে নদীর পানিতে ডুবে মেহেদি হাসান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদি ওই গ্রামের দ্বিন ইসলামের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বুধবার দুপুরে মনাই নদীর জামগড়া খালের পাড়ে খেলা করছিল মেহেদি।

বিজ্ঞাপন

কিন্তু একপর্যায়ে সবার অজান্তে সে পাশে থাকা নদীর পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় নদী থেকে তার লাশ উদ্ধার করে।  

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, শুনেছি একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। খবর শোনার পর ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।সাতদিনের সেরা