kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০২২ । ১৮ অগ্রহায়ণ ১৪২৯ । ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪

আশ্রয়ণ প্রকল্পে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪০ | পড়া যাবে ১ মিনিটেআশ্রয়ণ প্রকল্পে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

যশোরের অভয়নগরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমডাঙ্গা গ্রামে আশ্রয়ণ প্রকল্প-২-এর বাসিন্দাদের উদ্যোগে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকল্পের বাসিন্দা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ এনামুল হক বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামাল, নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভসংঘের উপদেষ্টা সৈয়দ জাহিদ মাসুদ তাজ, উপজেলা ছাত্রলীগ নেতা মোসাদ্দেক হায়াত রুম্মানসহ আমডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ২২টি ঘরের অধিবাসীগণ।

বিজ্ঞাপন

কেক কাটা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘয়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, আমডাঙ্গা বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মো. আব্দুর রহমান।সাতদিনের সেরা