kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

২৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু আরিয়ানকে উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ২১:১৮ | পড়া যাবে ১ মিনিটে২৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু আরিয়ানকে উদ্ধার

ছবি- অপহৃত শিশু আরিয়ান

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকা থেকে অপহৃত শিশু আরিয়ানকে (৩) ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় কুমিল্লা জেলা সদর থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও অপহৃত শিশু আরিয়ানের অভিভাবক সূত্রে জানা যায়, গতকাল রবিবার দক্ষিণ সতানন্দি এলাকার ভাড়া বাসা থেকে অভিনব কায়দায় শিশু আরিয়ানকে অপহরণ করা হয়। পরে আরিয়ানের অভিভাবক দাউদকান্দি মডেল থানায় একটি জিডি করেন।

বিজ্ঞাপন

এ অভিযোগের ভিত্তিতে দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল নেতৃত্বে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, সাব-ইন্সপেক্টর মো. নাজমুল হুসেন, সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এ ব্যাপারে ফয়েজ ইকবাল বলেন, 'আগামীকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস বিফ্রিং-এ বিস্তারিত জানানো হবে। 'সাতদিনের সেরা